30 November- 2020 ।। ১৬ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ ।। সকাল ৮:০১ ।। সোমবার

সম্মিলিত উদ্দ্যোগে কুষ্টিয়া শহরে শ্রমজীবী মানুষ,পথশিশু এবং অসহায়দের মাঝে সেহেরি বিতরণ

সিও ডেস্ক : গতকাল শনিবার সম্মিলিত উদ্দ্যোগে কুষ্টিয়া শহরে বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষ,পথশিশু এবং অসহায়দের মাঝে সেহেরি বিতরণ করা হয়, করোনাভাইরাসের কারণে সমাজের নানা শ্রেণি পেশার মানুষ অসহায় হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সবাই সবার সাধ্যমত মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বেনজির আহম্মেদ,শিক্ষক মেরিট মডেল স্কুল কুষ্টিয়া
বিতরণের সময় উপস্থিত ছিলেন দি ক্যাম্পাস অবজারভার এর সম্পাদক মোঃশাকিল ইসলাম, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের এর কো-চেয়ারম্যান ও সাবেক সভাপতি কুষ্টিয়া সরকারি কলেজ ডিবেটিং ক্লাব এস.এম.শামীম রানা ও তানভীর আহমেদ, জোন সমন্বয়কারী এনডিএফ বিডি কুষ্টিয়া জোন আরো উপস্থিত ছিলেন দি ক্যাম্পাস অবজারভার এর মোঃ নাইম হোসেন, বিশেষ প্রতিনিধি,রাবি ও নূর এলাহী মুন্না খান কুষ্টিয়া জেলা প্রতিনিধি, প্রমুখ।

 

Sharing is caring!এই বিভাগের আরো খবর...