9 August- 2020 ।। ২৫শে শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ ।। সকাল ১০:২৪ ।। রবিবার

ময়মনসিংহে ডেঙ্গু রোগীদের পাশে রেড ক্রিসেন্ট ময়মনসিংহ ইউনিট

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : গত কাল ৩১ জুলাই বুধবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ময়মনসিংহ ইউনিটের যুব সদস্যদের উদ্যেগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজখবর নেওয়া এবং তাদের যেকোন ধরনের সমস্যায় সহযোগিতা ও প্রয়োজনীয় রক্ত দানের ব্যাবস্থা করা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

এসময় রেড ক্রিসেন্ট ময়মনসিংহ ইউনিটের যুব প্রধান নাজমুল হক সরকার এর নেতৃত্বে যুব সদস্যরা ময়মনসিংহ মেডিকেলের ১৫ নং ওয়ার্ডের ৫৭ জন, ১১ নং ওয়ার্ডের ১৫ জন, ১২ নং ওয়ার্ডের ২জন এবং নতুন ভবনের ৪ টি মেডিসিন ইউনিটের ২ জন শিশুসহ ৪২ জন ডেঙ্গু রোগীর সাথে প্রত্যক্ষভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।এছাড়াও ভর্তিকৃত ডেঙ্গু রোগ মেডিসিন ওয়ার্ড গুলোতে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এবং নার্সদের সাথে যুব সদস্যরা চিকিৎসার বিষয়ে কথা বলেন এবং ডেঙ্গু রোগীদের যেকোন সমস্যায় স্বেচ্ছায় সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন যুব সদস্যরা।

Sharing is caring!এই বিভাগের আরো খবর...